fbpx
বাংলাদেশসরকার

র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনায় যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের‌ (র‌্যাব) কর্মকাণ্ড তুলে ধরে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবদুল মোমেন এ আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা আরোপ অপ্রত্যাশিত। এটি আমাদের কাছে তাজ্জব মনে হয়েছে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত তো হাসির খোরাক। এটা ঠিক হয়নি।’

পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘উনার সঙ্গে যখন আলাপ হয় তিনি তখন ডেমোক্রেসির কথা বলেছিলেন। তিনি বলেছেন, আমাদের নতুন সরকারের ম্যান্ডেট হচ্ছে মানবাধিকার এবং গণতন্ত্র। আমরা বলেছি, হ্যাঁ, গণতন্ত্রের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের ভিত্তিটাই হচ্ছে গণতন্ত্র।’

‘আপনার দেশে (যুক্তরাষ্ট্রে) ২৬ শতাংশ মানুষ যদি ভোট মোটামুটি দেয় তাহলে ভালো নির্বাচন হয়েছে। আর আমার এখানে ৭০ থেকে ৮০ শতাংশ নরমাল বিষয়। আমাদের এখানে মানুষ এ বিষয়ে খুবই সচেতন।’

‘তিনি মানবাধিকার নিয়ে কথা বলেছেন। আমি বলেছি, আমরা সব সময় এটা নিয়ে সোচ্চার এবং এ নিয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। এমনকি র‌্যাব যেখানে বাজে কাজ করেছে, সেখানে শাস্তি হয়েছে।’

প্রসঙ্গত ২০২১ সালে ১০ ডিসেম্বর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমানসহ সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের কূটনৈতিক চাপ হিসেবেও দেখছে সরকার।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button