বাংলাদেশ
এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলায় চলমান উন্নয়নকাজ বেগবানের তাগিদ পরিকল্পনামন্ত্রীর
![এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলায় চলমান উন্নয়নকাজ বেগবানের তাগিদ পরিকল্পনামন্ত্রীর 1 181246kalerlakantho pic](https://banglatv.tv/wp-content/uploads/2022/01/181246kalerlakantho_pic-780x470.jpg)
এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে বড় বাধা হলো দেশের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময় পেরিয়েও শেষ না হওয়া- বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সমস্যা নিরসনে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সকালে এফডিসি’তে ডিবেট ফর ডেমোক্রেসির এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি শীর্ষক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পরিকল্পনামন্ত্রী।
এসময় এলডিসি থেকে উত্তরণের পর, অন্তত আরো ১২ বছর বিদ্যমান শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রাপ্তির জন্য ইকোনোমিক ডিপ্লোমেসি জোরদার করাসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
বাংলাটিভি/ রাপ্পি