fbpx
বাংলাদেশ

সংঘাতের দায় প্রার্থী-সমর্থকদের, নির্বাচনী ব্যবস্থার নয়: সিইসি

পিতা-মাতার পরিচয়হীন, ছিন্নমূল মানুষ ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকারে অন্তর্ভুক্ত করতে, আইনি কাঠামো পরিবর্তন করার প্রয়োজন হলে সেটিও বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্পীকার শিরিন শারমিন চৌধুরী।

সকালে রাজধানীতে এবিষয় এক কর্মশালায় যোগ দিয়ে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সিইসিসহ অন্যান্য নির্বাচন কমিশনাররাও বক্তব্য রাখেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠির পূর্ণ অধিকারও নিশ্চিতে আহবান জানান তারা।

পিতা-মাতার পরিচয়হীন ব্যক্তি, হিজড়াসহ সমাজের মুলধারা থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্তিকরণ নিয়ে এক কর্মশালা আয়োজন করে নির্বাচন কমিশন।

অনুষ্ঠানে প্রধান অতিধি জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, ভোট দেয়া দেশের সকল নাগরিকের অধিকার। যদি এ অধিকার থেকে কাউকে বঞ্চিত করা হয় তাহলে সমাজে বৈষম্য বাড়বে। তাই যাদের পিতা-মাতার পরিচয় নেই তাদেরকেও জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত করতে আইনি কাঠামো পরিবর্তনের দরকার হলেও, তা বিবেচনা করা হবে।

এসময় নির্বাচন কমিশনাররা বলেন, শুধু ভোটার তালিকা বা জাতীয়পত্রেই তাদের নিবন্ধন করলেই হবে না, পিছিয়ে পড়া জনগোষ্ঠির পূর্ণ অধিকারও নিশ্চিত করতে হবে।

এদিকে, অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নরুল হুদা। গতকাল দেশের বিভিন্নস্থানে নির্বাচনী সহিংসতা হতাহতের ঘটনায় প্রসঙ্গ তিনি বলেন, সংঘাতের দায় কমিশনের নয়, এটা প্রার্থী ও তাদের সমর্থকদের কোন্দলে হয়েছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button