fbpx
বাংলাদেশঅপরাধ

নাইক্ষ্যংছড়িতে আগ্নেয়াস্ত্রসহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্যে র‌্যাবের সন্ত্রাসবিরোধী অভিযানে বিপুল দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) ভোররাতেনাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে চালায় র‌্যাব। র‌্যাবের অবস্থান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারজনকে আটক করে।এ সময় চার সন্ত্রাসীকে আটক করা হয়। পরে সেখানে মাটিতে পুঁতে রাখা দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশে তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button