বাংলাদেশ
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা
![বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা 1 Gopalganj 2201070512](https://banglatv.tv/wp-content/uploads/2022/01/Gopalganj-2201070512.jpg)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুস্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী, আপীল বিভাগের অতিরিক্ত রেজিস্টার শেখ নাজমুল আলম, গোপালঞ্জের জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিলুফার শিরিন প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি সড়ক পথে খুলনার উদ্দেশে রওনা হন।
বাংলাটিভি/ রাপ্পি