fbpx
আন্তর্জাতিক

মেক্সিকোতে গাড়ি থেকে ১০ মরদেহ উদ্ধার

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে ফেলে যাওয়া একটি গাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,বৃহস্পতিবার শহরটির একটি ব্যস্ত সড়কের পাশে গাড়িটি অরক্ষিত অবস্থায় অনেকক্ষণ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। পড়ে তল্লাশি চালিয়ে দেহগুলো পাওয়া যায়। মধ্যাঞ্চলের গভর্নর ডেভিড মনরিল এসব তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। আটকৃতরা মৃতদেহগুলো রাখতে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া নিহতদের পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আর স্থানীয় প্রশাসনের এই তদন্তকাজে সহায়তার কথা নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button