নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতেই। ভোটারদের দৃষ্টি আকর্ষণে শেষমুহুর্তে তাই দম ফেলার ফুসরত নেই প্রার্থীদের। নির্বাচন নিয়ে সকালে আওয়ামী লীগ ও স্বতন্ত্রপ্রার্থী দু’জনেই আলাদা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে জয়ের আশাবাদসহ এসেছে পাল্টাপাল্টি মন্তব্যও। এদিকে, শান্তিপুর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যাবতীয় প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন রিটানিং কর্মকর্তা। আগামী ১৬ জানুয়ারি ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ায় আহবান জানানো হয়েছে।
নগর নির্বাচনের সরগরম হাওয়া এখন নারায়ণগঞ্জের মোড়ে মোড়ে। দফায় দফায় মিছিল আর শ্লোগানে ভরপুর গোটা সিটি এলাকা। কে হচ্ছেন নগরীর নতুন মেয়র? তা নিয়েই এখন বিস্তর আলোচনা। চায়ের কাপে আড্ডায় ভোটাররাও চুলচেরা হিসেব কসছেন।
প্রচার-প্রচারনায় শেষদিনে সকালে আলাদাভাবে সংবাদ সম্মেলন করেন মেয়র পদের দুই প্রতিদ্বন্দ্বী। নিজ বাস ভবনে স্বতন্ত্রপ্রার্থী এডভোকেট তৈমুর আলম খন্দকার অভিযোগ করে বলেন,নির্বাচনে সরকারীদলের কর্মীরা আচরণবিধি লংঘন করছেন। নির্বাচন কমিশন এসব অভিযোগের কোন প্রতিকার করছে না।
অপরদিকে,আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভি তার বাসভবনে সংবাদ সম্মেলনে- জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর শতভাগ আস্থা রেখে সুষ্ঠু নির্বাচনে নৌকার সুনিশ্চিত বিজয়ের আশা প্রকাশ করেছেন।
নির্বাচনে অবাধ-সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের রিটানিং কর্মকর্তা। তিনি জানান, পর্যাপ্ত নিরাপত্তা থাকায় ভোটারদের শঙ্কার কোন কারন নেই।
সবমিলিয়ে বহুল আলোচিত নারায়গঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে রোববার শেষপর্যন্ত ভোটাররা কার পাল্লা ভারি করবে, সেটিই এখন দেখার অপেক্ষা।
বাংলাটিভি/শহীদ