নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এ নিয়ে তিনি টানা তিনবার নাসিক নির্বাচনে বিজয়ী হলেন।
সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার, আওয়ামী লীগ প্রার্থীকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিজয়া ঘোষণা করেন।
নির্বাচনে ১৯২টি কেন্দ্রের মধ্যে সবক’টির ফল প্রকাশ করা হয়েছে। এতে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২শ ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের হাতি প্রতীক পেয়েছে ৯২ হাজার ১শ ৭১ ভোট।
নির্বাচনে নৌকার উপর জনগনের আস্থারই প্রতিফলন ঘটেছে বলে প্রতিক্রিয়ায় জানান, ডা. সেলিনা হায়াৎ আইভী। আর স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার তার পরাজয়ের জন্য ভোটে ইভিএমের কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন।
বাংলাটিভি/ রাপ্পি