fbpx
রাজনীতিনির্বাচন

নারায়ণগঞ্জে উন্নয়ন অব্যাহত থাকবে : নবনির্বাচিত মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়কে, নৌকার প্রতি জনমানুষের আস্থারই প্রতিফলন বলে উল্লেখ করেছেন নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী।

সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে, আধুনিক নারায়ণগঞ্জ গড়তে চলমান উন্নয়নকাজ এগিয়ে নিতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে, মেয়র আইভীর নতুন মেয়াদে, সর্বক্ষেত্রে কাঙ্খিত উন্নয়ন প্রত্যাশা করেছেন নগরীর জনসাধারণ।

নারায়ণগঞ্জে নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিপুল ব্যবধানে সদ্যবিজয়ী মেয়র সেলিনা হায়াৎ আইভী, সকালে নগরীর দেওভোগে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যাবেন তিনি। চলমান কাজের পাশাপাশি নারায়ণঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

এদিকে, হ্যাটট্রিক করা মেয়রে কাছে নগরীর নানামুখী উন্নয়নের প্রত্যাশা জনসাধারণের।

এর আগে, ২০১১ সালে প্রথমবার এবং ২০১৬ সালে দ্বিতীয়বার নৌকার প্রতীক নিয়ে মেয়র পদে জয়ী হয়েছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button