fbpx
নির্বাচনবাংলাদেশ

নাসিক নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে, আর চরম ভরাডুবি হয়েছে নেতিবাচক ও উন্নয়নবিমূখ রাজনীতির- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে, নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি

নাসিক নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখরতা সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয় বলে মনে করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার এ বিজয়।’

তিনি বলেন, ইভিএম-এ ভোট প্রদান এবং নির্বাচন কমিশনের যারা সমালোচনা করেছিল, তারাও এখন গতকাল অনুষ্ঠিত নির্বাচনকে সেরা নির্বাচন বলে মনে করেন।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন বছরের শুরুতেই ‘একটি বড় নির্বাচন’ ছিল উল্লেখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ ও  নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button