দল থেকে বহিস্কার করলেও অন্য কোন দলে যোগ দেবেন না বলে জানিয়েছেন,বিএনপির সব পদ থেকে বহিস্কৃত নেতা ও সদ্য নাসিক নির্বাচনের পরাজিত মেয়র প্রার্থী এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
দুপুরে নগরীর মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ইভিএম এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার কথাও জানান তিনি।
তৈমুর বলেন, ইভিএম ভোট ডাকাতির বাক্স। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ায়, তৈমূর আলম খন্দকার ও তার প্রধান এজেন্ট হিসেবে দায়িত্বে থাকা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, এটিএম কামালকে বিএনপির সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বাংলাটিভি/ রাপ্পি