fbpx
বাংলাদেশঅপরাধ

রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতের ঘটনায় মনির হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে কক্সবাজারে উখিয়ার জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫ এর এইচ ব্লকে এ ঘটনা ঘটে।

ওই ক্যাম্পের বাসিন্দা মৌলভী মনির হোসেনকে পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী কেফায়েত উল্লাহ গং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহতকে এমএসএফ হাসপাতাল ক্যাম্প-১৫ এ নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button