গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে,সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান।হিন্দি সিনেমায় পা রাখতে যাচ্ছেন তবে ক্যামেরার সামনে নয়, সহকারি পরিচালক হিসেবে তার অভিষেক হবে বলে শোনা যায়।জানা গেলো, সিনেমার রচয়িতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আরিয়ান।
একটি সূত্র জানায় একাধিক আইডিয়া নিয়ে নীরবে কাজ করছেন আরিয়ান। এসব গল্প নিয়ে ফিচার ফিল্ম এবং ওয়েব সিরিজ নির্মাণের সম্ভাবনা রয়েছে।
অ্যামাজনের জন্য ওয়েব সিরিজ লিখছেন আরিয়ান। তা জানিয়ে সূত্রটি বলেন—‘যেসব বিষয়ে কাজ করছেন আরিয়ান, তার মধ্যে দুটি কাজের আপডেট রয়েছে। যে গল্পটি নিয়ে ওয়েব সিরিজ নির্মিত হবে, এটি প্রযোজনা করবে অ্যামাজন। আর ফিচার ফিল্মটি রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজনা করবে। ওয়েব সিরিজটির গল্প ডাই হার্ড ফ্যানদের রোমাঞ্চকর ঘটনা নিয়ে গড়ে উঠেছে। তবে ফিচার ফিল্মের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে শুটিং শুরুর জোর সম্ভাবনা রয়েছে।
২০২০ সালে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস, ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন আরিয়ান খান।
বাংলাটিভি/শহীদ