fbpx
ইউরোপআন্তর্জাতিক

যুদ্ধবিরতি মানছে না রাশিয়া, মারিওপোলে স্থানান্তর বন্ধ

ইউক্রেন আগ্রাসনে চলমান যুদ্ধাবস্থায় আজ দুই শহরে সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা দিয়েছে রুশ বাহিনী। মারিওপোল ও ভলনোবাখার নামের শহর দুটির বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য, এ সিদ্ধান্ত বলে জানায় রাশিয়ার কর্তৃপক্ষ। তবে অন্যান্য অঞ্চলে অভিযান অব্যাহত আছে। এদিকে, ইউক্রেনকে নো ফ্লাইট জোন করার প্রস্তাব প্রত্যাক্ষান করায় ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জেলেনস্কি। ইউক্রেনের পতন হলে ইউরোপেরও পতন হবে বলে সতর্ক করেন তিনি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ১০ দিনে এসে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রাখলেও, মারিউপোল এবং ভলনোভাখা এলাকা থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নেয়ার সুযোগ দিতে ঐ দুই শহরে সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা দেয়া রুশ বাহিনী। স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই অস্ত্রবিরতির কার্যকর করা হয়। শহর ‍দুটিতে, মানবিক করিডোর চালু রাখার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়।

তবে, মারিওপোল শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার সেনারা অস্ত্র বিরতির শর্ত ভেঙে হামলা চালিয়ে যাচ্ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম স্থগিত করা হলো।’

এর আগে, বেলারুশে ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনায় ইউক্রেনের বিভিন্নস্থানে আটকে থাকা বেসামরিক নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে সুযোগ রাখার দাবির প্রেক্ষিতে, এ সিদ্ধান্ত নিলো রাশিয়া। এদিকে, ইউক্রেনের আকাশসীমাকে নো ফ্লাইট জোন ঘোষণা করতে কিয়েভের আবেদন প্রত্যাখ্যান করায় ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেই সাথে,  রাশিয়ার হাতে ইউক্রেনের পতন হলে গোটা ইউরোপেরও পতন হবে বলে হুশিয়ারি দেন তিনি। অন্যদিকে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘ন্যাটো জোট হিসেবে ইউক্রেনের চেয়ে আমাদের বড় দায়িত্ব হলো এ যুদ্ধের বিস্তার ঠেকানো।

সংশ্লিষ্ট খবর

Back to top button