fbpx
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মত হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ বুধবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কোস্টগার্ডের জন্য খুলনা শিপইয়ার্ড কর্তৃক নির্মিত আটটি নৌযান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষ হওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। এ সময় মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন করে বলেন, ‘আপনারা তো সারা দিন দেশের বিভিন্ন জায়গার সংবাদ সংগ্রহ করে বেড়ান। দেশে কি শ্রীলঙ্কার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে?’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মির্জা ফখরুল তো দিবাস্বপ্ন দেখছেন। উনি স্বপ্ন দেখছেন বিএনপি ক্ষমতায় আসবে, এসে তাঁরা দেশকে আবার অন্ধকার করে ফেলবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি স্বপ্ন দেখছে দেশকে আবার ২০০১ সালের মতো পিছিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু দেশের জনগণ তো তা চায় না। আমরা তো দেশের জনগণকে নিয়ে রাজনীতি করি। আমাদের রাজনীতি হলো জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। আজ জনগণ তাদের (বিএনপি) প্রত্যাখ্যান করেছে। যতই তারা ডাক দিক, যত কিছু বলুক; প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে তাঁর নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের দৃঢ় বিশ্বাস রয়েছে। এ দেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।’

মন্ত্রী দেশের মাথাপিছু আয়ের কথা উল্লেখ করে বলেন, ‘২০০৮ সালে যখন আমরা ক্ষমতায় আসি, তখন দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৬০০ ডলারের নিচে। আজকে হয়েছে ২ হাজার ৮২৪ ডলার। দেশ যে একটা দুর্বার গতিতে এগিয়ে চলছে, এটা তারই প্রকৃষ্ট উদাহরণ। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করেন। এ কারণে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।

ঈদের পর বিএনপির আন্দোলনের ঘোষণার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘জনগণ যদি সঙ্গে না থাকে, কোনো আন্দোলনই সফল হবে না। এখন জনগণ বুঝে গেছে উন্নয়ন ও স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রধানমন্ত্রী যেভাবে চলছেন, তাঁকে পূর্ণ সমর্থন দিতে হবে। বর্তমানে দক্ষিণ এশিয়ার অনেক দেশে বিশৃঙ্খলা চলছে, বাংলাদেশে এমন হওয়ার আশঙ্কা আছে?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষ। যেকোনো চ্যালেঞ্জ তারা মোকাবিলা করতে পারে। এবার ঈদের সময় কোনো জায়গায় কোনো ভোগান্তি হয়নি, চুরি-ডাকাতি হয়নি, ছিনতাই হয়নি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button