fbpx
আন্তর্জাতিকদুর্ঘটনা

কিউবায় ট্যাংক বিস্ফোরণে শতাধিক আহত

কিউবার মাতানজাসের একটি ডিপোতে জ্বালানি সংরক্ষণ করা একটি ট্যাংকে বজ্রপাত আঘাত হানার পর সৃষ্ট ভয়াবহ আগুনে অন্তত একজন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার সন্ধ্যায় হাভানার ৬০ মাইল পূর্বের স্থাপনাটিতে থাকা ৮টি ট্যাংকের একটিতে বজ্রপাত আঘাত হানে। আগুন ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে দ্বিতীয় আরেকটি ট্যাংকও বিস্ফোরিত হয়।দ্বিতীয় বিস্ফোরণে অন্তত ১২১ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি, ৫ জনের অবস্থা গুরুতর।১৭ দমকলকর্মীর খোঁজ মিলছে না। ওই এলাকাটি থেকে এরই মধ্যে হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।আজ ভোরে দ্বিতীয় বিস্ফোরণে সূর্যের মত আলোকিত করে তুলেছিল।সামরিক বাহিনীর হেলিকপ্টারগুলো আগুন নেভানোর চেষ্টা করছে,সৃষ্ট ধোয়া হাভানার আকাশে পৌঁছে সেখানকার বাসিন্দাদেরকে এসিড বৃষ্টি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button