fbpx
আন্তর্জাতিকইউরোপশোক সংবাদ

রানী এলিজাবেথের রাজকীয় শেষকৃত্য, বিশ্বনেতাদের অংশগ্রহণ

শেষকৃত্যের রাজকীয় ঐতিহ্যগত আনুষ্ঠানিকতা এবং ধর্মীয় রীতি-আচারের মাধ্যমে চিরবিদায় নিলেন, ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সম্রাজ্ঞী রানী দ্বিতীয় এলিজাবেথ। যুক্তরাজ্যের লন্ডনের ওয়েস্টমিনস্টার সম্পন্ন হয় যাবতীয় আনুষ্ঠানিকতা। এতে বিশ্বনেতাদের সাথে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, রানীকে বিদায় জানাতে লন্ডনের রাস্তায় জড়ো হয়েছিলেন লাখো মানুষ।

ব্রিটেনের রানী প্রয়াত দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানাতে, লন্ডনের স্থানীয় সময় সোমবার সকালেই খুলে দেয়া হয় ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজা। রানীর শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে একে একে হাজির বিশ্বনেতারা। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি সেখানে উপস্থিত হন আমন্ত্রিত বিশিষ্টজনেরা অতিথিরা।

রাজকীয় অনুষ্ঠানিকতা ঘিরে ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ার এবং ভিক্টোরিয়া স্ট্রিটের স্বাভাবিক চলাচল বন্ধ করে দেয়া হয়। দিনের প্রথম শোক যাত্রা শুরু হয়, যুক্তরাজ্যের স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে।

রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানের জন্য ধীরে ধীরে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হয় রানির কফিন। গ্যারিসন সার্জেন্ট মেজর অ্যান্ড্রু স্ট্রোক শোকযাত্রা শুরু করেন। উইন্ডসর ক্যাসেলের দিকে পায়ে হেঁটে ধীরে ধীরে আসতে শুরু করে সর্বস্তরের জনতা। তাদের মধ্যে যেমন ছিলেন রাজা তৃতীয় চার্লসসহ রাজ পরিবারের সদস্য ও ব্রিটিশ ঐহিত্যবাহী সুসজ্জিত সেনাবহর।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়ার পর, শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। এতে যোগ দেন রাজপরিবারের সকল সদস্যরা। রানীর স্মরণে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সময় ধর্মীয় সঙ্গীতে মুখরিত হয়ে উঠে চারপাশ।

আনুষ্ঠানিকতা শেষ করে রানীর কফিন বকিংহাম প্যালেসে থেকে যাত্রা শুরু করে, তাঁর সমাধিস্থলে গন্তব্যে। রাস্তার দুই পাশে দাঁড়ানো মানুষ রানীর বিদায়যাত্রা প্রত্যক্ষ করে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button