fbpx
আন্তর্জাতিকইউরোপদুর্ঘটনা

রাশিয়ার গ্যাস পাইপলাইনে আরও ছিদ্র, নাশকতার শঙ্কা

ডেনমার্ক উপকূলে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া গ্যাসের পাইপলাইন নর্ড স্ট্রিম ২-তে আরও একটি ছিদ্র শনাক্ত হয়েছে।

সুইডেনের কোস্টগার্ড এ তথ্য জানায়। এ নিয়ে নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম–২–তে মোট চারটি ছিদ্র শনাক্ত করা হলো। আজ চতুর্থ ছিদ্রটি শনাক্ত করার কথা জানানো হলেও বাকি তিনটি ছিদ্রের কথা নিশ্চিত করা হয়েছে কয়েক দিন আগে। একের পর এক ছিদ্র শনাক্ত হওয়ায় নাশকতার আশঙ্কা জোরালো হচ্ছে।সুইডিস কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, সুইডেনের মধ্যে দুটি ছিদ্র, যার একটি নর্ড স্ট্রিম-১-এ, অন্যটি নর্ড স্ট্রিম ২–তে। এ দুটি ছিদ্রস্থলের দূরত্ব প্রায় এক নটিক্যাল মাইল ১ দশমিক ৮ কিলোমিটার। আর ডেনমার্কের জলসীমায়ও পাইপলাইন দুটিতে দুটি ছিদ্র শনাক্ত হয়েছে।পোল্যান্ডের উত্তরে সুইডেন ও ডেনমার্কের অর্থনৈতিক অঞ্চলে তিনটি ছিদ্র থেকে এমন বুদ্‌বুদ উঠেছে।রাশিয়া নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২—এই দুটি পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করে। গ্যাস সরবরাহের পাইপলাইন ছিদ্রে ইউরোপীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button