ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলায় নিহত ৭

ইউক্রেনের কিয়েভেসহ বিভিন্ন শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভে নিহত হয়েছেন তিনজন। সূত্র: গার্ডিয়ান, আলজাজিরা।
বুধবার কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলা নিয়ে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো এই তথ্য দিয়েছেন। রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। বাসিন্দাদের তিনি পানি মজুত করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীতে হামলার পর অন্তত তিনজন নিহত হয়েছেন।
এদিকে ইউক্রেন সীমান্তের রাষ্ট্র মলদোভার উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই স্পিনু বলেন, তাদের রাষ্ট্রীয় জ্বালানি ফার্ম দেশের ৫০ শতাংশ বিদ্যুৎ পুনঃসংযোগ প্রদানে কাজ করছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে মলদোভায় দুই লাখ ৬০ হাজার ইউক্রেনীয় নাগরিক অবস্থান নিয়েছেন। এর মধ্যে এখনো ১ লাখ এক হাজার মানুষ সেখানে অবস্থান করছেন। সাবেক সোভিয়েত রাষ্ট্র মলদোভার জনসংখ্যা ২৬ লাখের কিছু বেশি। ইউরোপের অন্যতম দরিদ্র দেশ এটি। ইউক্রেনের প্রতিবেশীদের মধ্যে দ্রুততম শরণার্থীর আগমন ঘটেছে এখানেই।
বাংলা টিভি/ইমন