fbpx
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাড়িতে বন্দুকধারীর গুলি, শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে। এতে ছয় মাস বয়সী এক শিশু ও তার মাসহ ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে খুঁজছে পুলিশ।

ঘটনাটিকে টার্গেট কিলিং উল্লেখ করে কাউন্টি শেরিফ মাইক বউরেক্স জানিয়েছেন, এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। গত সপ্তাহে মাদকের অনুসন্ধানে বাড়িটিতে পুলিশ অভিযান পরিচালনা করেছে বলেও এক সংবাদ সম্মেলনে জানান তিনি।

কউন্টি শেরিফ বলেন, গুলির ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই জনের মরদেহ রাস্তায়, একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখে। আর বাকি তিনজনের মরদেহ ঘরের ভেতরে পড়েছিল। যাদের মধ্যে একজন সে সময় জীবিত ছিল। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

গুলির ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে খোঁজা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, এ বিষয়ে আরো তথ্য আমার কাছে থাকলেও আপাতত তা জানানোর সুযোগ নেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button