আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে শুধু তুরস্কে মারা গেছে ৪৪ হাজারেরও বেশি। বার্তা সংস্থা রয়টার্স আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে, শুক্রবার তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২১৮তে দাঁড়িয়েছে। অন্যদিকে, সিরিয়া সরকার জানিয়েছে,সেখানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯১৪ তে দাঁড়িয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার দক্ষিণ,পূর্ব ও উত্তর সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের কাহরামানমারাসে।