নিত্যপণ্যের উত্তাপ কিছুটা কমেছে, বাজার মনিটরিং অভিযান অব্যাহত

রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে, রাজধানীর নিত্যপণ্যের বাজার এখন কিছুটা সহনীয় অবস্থার দিকে। মুরগীর দাম অন্যান্য সময়ের চেয়ে তুলনামূলক স্থিতিশীল। তবে অনেকটাই বেড়েছে মাছের দাম। এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।বাজার নিয়ন্ত্রণে অভিযানে চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য গরমিলের কারণে বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে মরিয়া হয়ে উঠে। এবারও রোজার শুরুতে সবকিছুর দাম ছিল কপালে ভাঁজ ফেলার মত। তবে বাজার মনিটরিংয়ে প্রশাসনের কড়াকড়ির পর, এখন কিছুটা সহনীয় অবস্থায় আসতে শুরু করেছে বাজার দর।
সপ্তাহের ব্যবধানে খেজুর, মাল্টা, পেঁপেসহ বিভিন্ন ফলের দাম কিছুটা কমেছে।
রোজার দ্বিতীয় সপ্তাহে এসে কিছুটা বেড়ে গেছে ছোলা-বেসনের দাম। এছাড়া চিনিও বিক্রি হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে।
এদিকে, মাছের বাজারে প্রায় সবধরণের মাছের কেজিপ্রতি দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
অন্যদিকে, মুরগীর বাজার তুলনামূলক স্থিতিশীল। আগের চেয়ে দাম কিছুটা কম থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পণ্যের মূল্য তালিকা না রাখা, দাম বেশি রাখাসহ বেশকিছু অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
বুলবুল / বাংলা টিভি