fbpx
বাংলাদেশ

বঙ্গবাজারের আগুনে হাজার হাজার দোকান পুড়ে ছাই

প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে জ্বলা আগুনে পুড়ছে ঢাকার বঙ্গবাজারের হাজার হাজার দোকান, সেই সঙ্গে ছাই হয়েছে ব্যবসায়ীদের অসংখ্য স্বপ্ন। আজ ভোর ৬টা ১০ মিনিটে দেশের অন্যতম বড় এই কাপড়ের মার্কেটে লাগা আগুনে চারদিকে মানুষের আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ।

ঈদ সামনে রেখে বঙ্গবাজার ও আশপাশের মার্কেটের সব দোকানেই প্রচুর নতুন পণ্য তোলা হয়েছিল। কীভাবে সেখানে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। সকালে আগুন লাগার পর ব্যবসায়ী ও দোকানকর্মীদের কাউকে কাউকে মরিয়া হয়ে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। অসহায়ভাবে কাঁদছিলেন অনেকে।

ভয়াবহ এই ঘটনায় উদ্ধার কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ সেনা ও বিমানবাহিনীর সদস্যরাও।

বঙ্গবাজার ও আশপাশের মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুনের ঘটনায় তারা এখন নিঃস্ব। ঈদ উপলক্ষে দোকানে লাখ লাখ টাকার মালামাল তুলেছিলেন। সেই মালামালের সঙ্গে নগদ টাকাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button