fbpx
বাংলাদেশরাজধানী

আইএসপিএবি’র ২০তম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০তম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সভায় আইএসপিএবি’র কার্যনির্বাহী পরিষদ, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।  মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকার একটি কনভেনশনে সেন্টারে অনুষ্ঠিত আইএসপিএবি’র ২০তম এজিএম ও ইফ্তার মাহফিল অনুষ্ঠিত হয়।

01 29

আইএসপিএবি’র ২০তম এজিএম এর সভাপতিত্ব করেন আইএসপিএবি’র প্রেসিডেন্ট মো. ইমদাদুল হক। সভাপতি আলোচ্যসূচি অনুযায়ী ১৯তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন এবং কণ্ঠভোটে সভার কার্যবিবরণী অনুমোদন করেন। সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভূঁঞা, ২০২২ সালের বার্ষিক কর্মকাণ্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান সুজন নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য আর্থিক বাজেট কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

341333360 1690825594654122 812409566480416241 n 1

উপস্থিত সদস্যদের বিস্তারিত আলোচনা ও মতামতের ভিত্তিতে ২০২২ সালের কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং ২০২৩ সালের নিরীক্ষক নিয়োগ ও আগামী বছরের জন্য অ্যাসোসিয়েশনের বাজেট অনুমোদিত হয়।

340413648 764753655278722 2254107412230210824 n

বার্ষিক সাধারণ সভা-২০২২ সমাপ্তির পর একই ভেনুতে আইএসপিএবি’র পক্ষ থেকে এক ইফ্তার মাহ্ফিলের আয়োজন করা হয়। ইফ্তার মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটিআরসি’র চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর শিকদার। এছাড়া, অন্যান্যদের মধ্যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তা সহ ইন্টারনেট সংশ্লিষ্ট সহযোগী সংগঠন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button