বাংলাদেশ
বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত স্থানে বসছে অস্থায়ী দোকান

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের জায়গায়, অস্থায়ী দোকান বসিয়ে কাল থেকে পোশাক বেচাকেনা করতে পারবেন ব্যবসায়ীরা।
ঈদের আগ পর্যন্ত খোলা মাঠে চৌকিতে বেচাকেনা চলবে। এজন্য বঙ্গবাজারে পোড়া আবর্জনা সরিয়ে সেখানকার বালি ছড়িয়ে গ্রাউন্ড সমান করা হয়েছে। তার ওপর বিছানো হয়েছে ইট। খোলা মাঠে চৌকি বসানোর ব্যবস্থা করে দেয়ার আশ্বাস বাস্তবায়নে, কাজ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। শেষদিকে হলেও যতটা সম্ভব ঈদের বাজার ধরতে এই প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, আর্থিক সহায়তায় কিছু মালামাল নিয়ে আপাতত বসতে পারলেও অন্তত সংসার চালাতে পারবেন তারা।
অন্যদিকে, বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে ২ হাজার ৯৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর তালিকা দেয়া হয়েছে।