fbpx
বাংলাদেশ

মঙ্গল শোভাযাত্রাকে রংতুলির আঁচড়ে সাজাতে ব্যস্ত চারুশিল্পীরা

অজিত সরকর: বাঙালির সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ। উৎসবপ্রিয় বাঙালি এর মধ্য দিয়ে জানান দেয় শত বছরের লোকজ ঐতিহ্যের।বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বাড়তি মাত্রা যোগ করে বর্ষবরণের এই আয়োজনে। মঙ্গল শোভাযাত্রাকে রংতুলির আঁচড়ে সাজাতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, অন্যান্যবারের মতো এবারও সংক্ষিপ্ত আয়োজনে উদযাপিত হবে বর্ষবরণ তবে থাকছে ভিন্নতা।

অতিমারি করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহ নানা দুর্যোগ-দুর্বিপাকের কারণে কয়েকবছর বৈশাখ উদযাপনে ছিলো বিধিনিষেধ। রোজার কারণে এবারও মঙ্গল শোভাযাত্রা সংক্ষিপ্ত করা হবে। বাঙালি জাতির চিরায়ত প্রাণের উৎসব পয়লা বৈশাখকে ঘিরে শেষ সময়ে এসে বাঙালি লোকজ উপাদানে সাজাতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা।

মঙ্গল শোভাযাত্রার খরচ মেটাতে স্টলে স্টলে বিক্রি হচ্ছে কাগজের পাখি, বাহারি মুখোশ ও হাত পাখাসহ গ্রামীণ ঐতিহ্যের নানা অনুসঙ্গ।

সকল দুর্যোগ-দুর্বিপাক মোকাবেলা করে বাঙালি জাতি আবারো ঘুরে দাঁড়াবে। বঞ্চিতরা ফিরে পাবে তাদের স্ব-স্ব অধিকার এমনটাই প্রত্যাশা সবার।

সংশ্লিষ্ট খবর

Back to top button