fbpx
দেশবাংলা

চুয়াডাঙ্গায় তাপ প্রবাহে দুর্বিসহ জনজীবন

টানা ১২ দিনে তাপ প্রবাহে দুর্বিসহ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। তীব্র গরমে রোজাদারদের অবস্থা উষ্ঠাগত।

আবহাওয়ার অফিস সূত্রে বলছে, সহজে দেখা মিলছে না বৃষ্টির। সকালে সূর্য উঠার সাথে সাথে তীব্র রোদ। বেলা বাড়ার সাথে সাথে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুনঝরা রোদে ও তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে।

গত ১২ দিন সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

সংশ্লিষ্ট খবর

Back to top button