জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওকে লক্ষ্য করে স্মোক বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। দেশটির সরকারি প্রচারমাধ্যম এনএইচকে এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
একজন প্রত্যক্ষদর্শী জানায়, তারা একজন ব্যক্তিকে কিছু নিক্ষেপ করতে দেখেছিল। তবে কোনো আঘাতের খবর পাওয়া যায় নি।
জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে এমন কিছু ভিডিও ফুটেজ প্রচার করেছে যেখানে দেখা যায় ঘটনাস্থল থেকে অনেক মানুষকে দৌড়ে পালিয়ে যাচ্ছে।
এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, কিশিদা ওয়াকায়ামার বন্দর পরিদর্শনের পর বক্তৃতা করছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ করা হয়।
পুলিশ বলছে যে তারা গ্রেপ্তার করেছে, তবে এখনও পর্যন্ত আটককৃত ব্যক্তি দায় স্বীকার করে নি।
এর আগে গত বছরের জুলাইয়ে একটি সভায় বক্তব্য দেওয়া সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।