সুদানে দুই বাহিনীর লড়াইয়ে নিহত বেড়ে প্রায় ৩০০: জাতিসংঘ

সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) লড়াইয়ে এখন পর্যন্ত ২৯৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারেরও বেশি। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
তবে সংস্থাটি বলছে, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ মরদেহগুলো রাস্তায় পড়ে থাকে এবং সেগুলি সংগ্রহ করা এই মুহূর্তে খুব বিপজ্জনক।
চিকিৎসকদের একটি সিন্ডিকেট হতাহতদের পর্যবেক্ষণ করছেন। তারা বলছেন মঙ্গলবার পর্যন্ত কমপক্ষে ১৭৪ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত শতাধিক।
এদিকে, যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় এবং ষষ্ঠ দিনের মতো লড়াই চলার কারণে সুদানের রাজধানী খার্তুম ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা। একই সঙ্গে অনেক দেশ সুদান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।
সোমবার শত শত সুদানী সৈন্য শাদে প্রবেশ করেছেন। শাদের প্রতিরক্ষামন্ত্রী দাউদ ইয়ায়া ব্রাহিম বুধবার নিশ্চিত করেছেন যে, ৩২০ সুদানী সৈন্য সোমবার দেশে প্রবেশ করেছেন। এসময় তাদের থামিয়ে নিরস্ত্র করা হয়েছিল।
চলতি সপ্তাহের শনিবার যখন যুদ্ধ শুরু হয়, তখন শাদ সুদানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়।
গেল শনিবার সকাল থেকে সুদানের রাজধানীতে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। চলমান এই সংঘাতের কারণে জনজীবনে সংকট নেমে এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, সরবরাহ সংকটের কারণে সারা দেশের সাতটিরও বেশি অঙ্গরাজ্যে সমস্যা তৈরি হয়েছে।