fbpx
আন্তর্জাতিকএশিয়া

ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান

ব্যাপক নিরাপত্তার ভেতরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে পৌঁছেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তিনি আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন আবেদন করবেন।

হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তার গ্রেপ্তারকে সুপ্রিম কোর্ট অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করার একদিন পরে জামিন পেতে আবারও আদালতে পৌঁছেছেন তিনি। শুক্রবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেতে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) পৌঁছেছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। আইএইচসি প্রাঙ্গণ থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর গ্রেপ্তারকে সুপ্রিম কোর্ট অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করার একদিন পর সেখানে গেলেন তিনি।

দ্য ডন বলছে, কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার বেলা সাড়ে ১১টার পর ইমরান ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান। টেলিভিশনে প্রচারিত ফুটেজে পুলিশ ও রেঞ্জার্স কর্মকর্তাদের আদালত প্রাঙ্গণের বাইরে মোতায়েন থাকতে দেখা গেছে এবং আদালতের গেটের সামনে কাঁটাতারের বেড়া দেখা গেছে।

ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) বাইরের ফুটেজে দেখা গেছে, পিটিআই প্রধানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিচ্ছেন বিপুল সংখ্যক আইনজীবী।

সংশ্লিষ্ট খবর

Back to top button