fbpx
বানিজ্য সংবাদঅর্থনীতি

দুই-একদিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

দুই-এক দিনের মধ্যে দাম না কমলে ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একইসঙ্গে চিনির দাম সরকার নির্ধারণ করে দিলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি বলেও জানান তিনি।

আজ শুক্রবার (১৯ মে) রংপুরে সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম বেড়েছে; বাজার মনিটরিং করা হচ্ছে। দাম না কমলে আমদানির ব্যবস্থা করা হবে এবং দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কাঁচাবাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, এটি আমার দায়িত্বে নেই। কাঁচাবাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি না। এর জন্য কয়েকটি মন্ত্রণালয় আছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয়। কাঁচাবাজারে পণ্যের দাম উঠানামা করে। কখনো শাক-সবজির দাম বাড়ে, আবার কখনো কমে।

তিনি বলেন, এখন শুধু পেঁয়াজ ও চিনি নিয়ে একটু ঝামেলা চলছে। এটাও দ্রুত নিয়ন্ত্রণে আসবে। চিনির দাম বৈশ্বিকভাবে ওঠা-নামা করায় তার সু

সংশ্লিষ্ট খবর

Back to top button