fbpx
বাংলাদেশ

মজুরী বোর্ডের আচরণে হতাশ পোশাক শ্রমিকরা: বজলুর রহমান

মজুরী বোর্ডের আচরণে গার্মেন্টস শ্রমিকরা হতাশ ও ক্ষুব্দ বলে জানিয়েছেন বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান বাবলু। বুধবার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

বজলুর রহমান বলেন, ২৪ মে পোশাক শিল্প শ্রমিকদের মজুরী বৃদ্ধির বিষয়ে সভা করে নিম্নতম মজুরী বোর্ড। আমরা আশা করেছিলাম বর্তমান বাজার মূল্য চুলচেরা বিশ্লেষণ করে নিম্নতম মজুরী বোর্ড আন্তরিকতার সাথে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য একটি ন্যায্য মজুরী নির্ধারণ করবেন। কিন্তু সভা শেষে কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি মজুরী বোর্ড। তারা কালক্ষেপণের কৌশল অবলম্বন করছে। মজুরী বোর্ডের এমন আচরণে সারাদেশের পোশাক শ্রমিকরা হতাশ এবং ক্ষুব্ধ।

eb24bd25 300f 44aa a6fb 6531cb39145b 1

তিনি বলেন, আমরা পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৬৫% মূল বেতন ধরে মোট বেতন ২২ হাজার টাকা এবং বাৎসরিক ১০% হারে বেতন বৃদ্ধি করা অথবা ব্যাংকের সর্বনিম্ন বেতন কাঠামোর ন্যায় সিদ্ধান্ত নেওয়ার দাবি জানাই।

তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবত গার্মেন্টস সেক্টরের শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছে। তাই দ্রুত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে এ সেক্টরের শ্রমিকরা বেশি হতাশ হয়ে পড়বেন এবং তাদের প্রতিবাদ তীব্র আকার ধারণ করতে পারে। এর ফলে, পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তাই বিষয়টি অতি গুরুত্বের সাথে জরুরি ভিত্তিতে সমাধানের দাবি জানাই।

সংশ্লিষ্ট খবর

Back to top button