fbpx
বাংলাদেশ

নতুন ভিসা নীতির কারণে যুক্তরাষ্ট্রের অর্থপাচার কমবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে চান, সেটাকে সাহায্য করতেই যুক্তরাষ্ট্র ভিসা নীতির প্রচলন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচের ‘এডভান্স ইন হেলথ’ বইয়ের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে বিদেশে অর্থপাচার কমবে। সরকার চায় এই ভিসা নীতির আওতায় জ্বালাও-পোড়াও বন্ধ হোক।

কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশী কূটনীতিবিদদের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা পর্যাপ্ত, বিশেষ নিরাপত্তার প্রয়োজন নেই।

এসময় বাংলাদেশে আওয়ামী লীগকে গণতন্ত্রের সবচেয়ে বড় পূজারী উল্লেখ করে তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button