সুস্থ হলে খালেদা জিয়ার প্রথম দায়িত্ব সাজা ভোগ করা: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া এখন অসুস্থ, তাই বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। এখন তিনি যদি সুস্থ হয়ে ওঠেন, রাজনীতি করার জন্য প্রস্তুত থাকেন; তাহলে তার প্রথম দায়িত্ব হচ্ছে দণ্ডিত সাজা আগে ভোগ করা।
আজ রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ল’ রিপোর্টাস ফোরাম কর্তৃক আয়োজিত ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আইনমন্ত্রী আনিসুল হক। ‘খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি-না’—অনুষ্ঠানে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে— নৈতিক স্খলনের দায়ে কোনও ব্যক্তির যদি দুই বছরের বেশি দণ্ডাদেশ হয়, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না।
প্রায় ১০ বছর পর শনিবার সমাবেশের অনুমতি পেয়েছে নিবন্ধনহীন রাজনৈতিক দল জামায়াত। এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন না থাকা সত্ত্বেও কেন তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলো, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বলতে পারবে।
তিনি বলেন, জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেই। উচ্চ আদালতেও এই বিষয়ে বিচার চলমান। জামায়াতকে যুদ্ধাপরাধী দল হিসেবে ঘোষণা করতে সংসদে শিগগিরই আইন পাস হবে। এর মধ্যে দলটি সমাবেশ করার অনুমতি কেন দেওয়া হলো, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করেন।