fbpx
আন্তর্জাতিক

চীনের তিয়ানজিনে আতশবাজি থেকে বিস্ফোরণে নিহত ৩

চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরের কয়েকটি আবাসিক ভবনে আতশবাজি থেকে সৃষ্ট বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

মঙ্গলবার রাত ৮ টার পরপরই এ বিস্ফোরণ ঘটে। ৪৬ বছর বয়সী এক ব্যক্তি আগুন ধরিয়ে দেয় বলে কর্তৃপক্ষ ধারণা করছে। এ ঘটনার পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, সেখানে বিস্ফোরণে আরো কয়েকজন আহত হয়েছে এবং জরুরি ভিত্তিতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিয়ানজিনের পূর্বে প্রায় এক কিলোমিটার দূরে এ বিস্ফোরণে দুটি আবাসিক অ্যাপার্টমেন্ট কম্পাউন্ড কেঁপে ওঠে। বেইজিংয়ের প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণপুর্বে তিয়ানজিন শহরের অবস্থান।

এ ঘটনায় গ্রেফতারকৃত সন্দেহভাজন ব্যক্তির ব্যাপারে তদন্ত চলছে। তার উপনাম মা। তবে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও ফুটেজে দমকলকর্মীদের একটি হাউজিং ব্লকের ভিতরে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রচেষ্টা চালাতে দেখা যায়। ব্লকটি বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দ্বিতীয় তলার বারান্দাগুলো একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং ঝুলে রয়েছে।

রাষ্ট্র নিয়ন্ত্রিত ন্যাশনাল বিজনেস ডেইলি জানায়, এ বিস্ফোরণে ২৬ টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ৩৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button