fbpx
বাংলাদেশ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। ভূমিকম্পের কেন্দ্র ছিল সিলেটে, গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঢাকা ও সিলেটের অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভূ-কম্পন অনুভূত হওয়ার কথা লিখেছেন।

এখন পর্যন্ত এ ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button