fbpx
রাজধানী

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবি ডিইউজে-বিএফইউজে’র নেতৃবৃন্দের

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর নেতৃবৃন্দ। আজ শনিবার (১৭ জুন, ২০২৩) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে উদ্দেশ্য করে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, নাদিমকে হত্যার পর তথ্যমন্ত্রী কি তার পরিবারকে দেখতে গিয়েছিলেন? দুঃখ প্রকাশ করেছেন? করেন নি। আপনারা কেন নিশ্চুপ থাকবেন? সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের-ই দায়িত্ব। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, নাদিম হত্যাকাণ্ডের যারা মদদদাতা, অনতিবিলম্বে তাদের খুঁজে বের করুন, শাস্তি নিশ্চিত করুন। আমরা এসবের আর পুনরাবৃত্তি দেখতে চাই না।

klmkl 20230617143942

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, গত ৪০ বছর ধরে সাংবাদিক হত্যার আন্দোলন করে আমরা অগ্রসর হতে পারিনি। দেশটা আংশিক স্বাধীন দেশ। কারণ, এ দেশে সবার বিচার হলেও সাংবাদিক হত্যার বিচার হয় না। ৭১ টিভি এবং বাংলানিউজ কর্তৃপক্ষের এখন নাদিমের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো উচিত।

মনজুরুল আহসান বুলবুল আরো বলেন, ইতোমধ্যে সেই ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার করা হলেও আমরা চাই তাকে আওয়ামী লীগ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হোক। তাতে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। তবে খুনিদের গ্রেপ্তার করাই একমাত্র সমাধান নয়, সঠিক শাস্তি নিশ্চিত করাটাই মূল লক্ষ্য।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব দীপ আজাদ বলেন, দেশজুড়ে যারা প্রকৃত সাংবাদিকতা করছেন, আমরা তাদের শত্রুদের তালিকা প্রকাশ করতে চাই। আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি। এখনো কোনো সাংবাদিক হত্যার পরিপূর্ণ বিচার হয়নি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও কোনো উদ্যোগ নেননি। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল তা ব্যর্থ হয়েছে। এসময় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে কয়েকটি দাবি তুলে ধরেন বিএফইউজে এর মহাসচিব দীপ আজাদ।

সেগুলো হলো :

. সব আসামিকে দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচার করতে হবে।

. বাংলা নিউজ ২৪ ডট কম ও ৭১ টিভিকে নাদিমের পরিবারের পাশে আর্থিক সহায়তার আহবান।

. সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ঈদের আগে সহায়তার দাবি।

. আওয়ামী লীগ থেকে প্রধান আসামিকে বহিষ্কার।

. ইউপি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি প্রদান।

AAA 1

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের সঙ্গে শুধু চেয়ারম্যান-ই নন আরও অনেকেই জড়িত রয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে।

ওমর ফারুক আরো বলেন, বর্তমান মিডিয়া হাউজগুলো সাংবাদিকদের ন্যায্য বেতন দেয় না। ইতোমধ্যেই নাদিমের পরিবার অসহায় অবস্থায় রয়েছে। যদিও প্রধানমন্ত্রী সহায়তার আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা চাই এ আন্দোলন চলমান থাকুক। সাংবাদিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক।

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, আইন সম্পাদক এস এম সাইফ আলী, নির্বাহী পরিষদ সদস্য দুলাল খান, সাবেক নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি নাসিমা আক্তার সোমা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button