fbpx
বাংলাদেশ

দেশে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: কামরুল ইসলাম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি আবারও দেশে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়।

আজ শনিবার, বিকালে শ্যামপুর শিল্প এলাকা (গাজী ট্যাংক ফ্যাক্টরীর সামনে), কদমতলীতে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ঢাকা-৪ সংসদীয় আসনের (শ্যামপুর-কদমতলী থানা) ৭টি ওয়ার্ডের ইউনিটসমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। শেখ হাসিনা বেঁচে থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করা যাবে না, তাই তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি আবার দেশে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠাত করতে চায়। বিএনপি চায় না দেশে নির্বাচন হোক।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি তরুণ সমাজ, যুব সমাজ। তরুণ সমাজ শক্তিশালী হলে শেখ হাসিনা শক্তিশালী হবে, বাংলাদেশ শক্তিশালী হবে। বিএনপি জামাত তরুণদের নিয়ে সমাবেশের নামে কি করছে? চট্টগ্রামের তরুণদের নিয়ে সমাবেশের নামে জাতির পিতার ছবি ভাঙ্গচুর করেছে।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি সৈয়দ আহমেদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বক্তব্য রাখেন। সূত্র- বাসস।

সংশ্লিষ্ট খবর

Back to top button