fbpx
অর্থনীতিবানিজ্য সংবাদ

ঈদের পর চিনির দাম বাড়তে পারে: বাণিজ্যমন্ত্রী

বিশ্ববাজারে চিনির দাম বেশি থাকায় আমদানি খরচও বেড়ে যাওয়ায় ঈদের পর চিনির দাম কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার (২২ জুন) সচিবালয়ে বাংলাদেশ আয়ুর্বেদিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন,দেশের ৯৯ ভাগ চিনিই আমদানি নির্ভর উল্লেখ করে টিপু মুনশি বলেন, ট্যারিফ কমিশনের হিসেব বলছে,বিশ্ববাজারে চিনির দাম বেড়ে যাওয়ায় আমদানি খরচ বেশি হচ্ছে।

ঈদের আগে দাম বাড়ানো বা কমানো নিয়ে আর বসার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, তবে যেহেতু চিনি আমদানিতে কিছুটা খরচ বাড়ছে সেহেতু ঈদের পর চিনির দাম কিছুটা বাড়তে পারে। তখন দাম সমন্বয় করা হবে।

তিনি বলেন, এখনই চিনির দাম বাড়াতে চাই না।কেউ ঈদের আগে অতিরিক্ত দামে চিনি বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে।এসময় ভোক্তা অধিকারকে চিনির দাম নিয়ন্ত্রণে রাখার আহবান জানান বাণিজ্যমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button