fbpx
বাংলাদেশ

কোরবানীর ঈদ সামনে রেখে গাবতলী হাটে পশুর সমারোহ

কোরবানীর ঈদ সামনে রেখে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে বিপুল পরিমান গরু, মহিষ ও ছাগল এনেছেন খামারী ও ব্যাপারীরা। পশুর সমারোহ থাকলেও বেচাকেনা এখনো সেভাবে জমে ওঠেনি। অনেক ক্রেতা হাটে গিয়ে পশুর দাম যাচাই করছেন, তারা বলছেন এবার দাম বেশ চড়া। আর বিক্রেতারা জানালেন, মূলত ঈদ আগমুহুর্তে বাড়বে বিক্রি। অন্যদিকে, হাটের নিরাপত্তা যাবতীয় প্রস্তুতি নিয়েছেন কর্তৃপক্ষ।

রাজধানী ঢাকার সর্ববৃহৎ কোরবানীর পশুর হাট গাবতলী। প্রতিবছরের মতো এবারও ঈদুল আযহা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খামারী ও ব্যবসায়ীর কোরবানীর পশু এনেছেন গাবতলী হাটে।

হাটে উঠেছে বিভিন্ন আকারের বাহাড়ি নামের গরু।

ক্রেতাদের আনাগোনা এখনও কম। বেচাকেনা সেভাবে জমে ওঠেনি। তবে সামনে দুই-একদিন পর পশু বিক্রি বাড়বে।

ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি হাঁকা হচ্ছে।

এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, পশুর লালনপালন-পরিচর্যার খরচ এবং হাটে আনার পরিবহন ব্যয় বেড়েছে।

গাবতলী হাটে কোরবানীর পশু কেনাবেচা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button