fbpx
আওয়ামী লীগরাজনীতি

পদ্মা সেতু কোনো সরকার বা দলের সম্পদ নয়, এটি জাতির সম্পদ: ওবায়দুল কাদের

পদ্মা সেতু কোনো সরকার বা দলের সম্পদ নয়, এটি জাতির সম্পদ বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতুর এক বছর পূর্তি উপলক্ষে আজ রোববার (২৫ জুন) সকালে রাজধানীর বনানী সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, এক পদ্মা সেতুর অর্জন বিরোধীদের ১৪ বছরের আন্দোলন ঢেকে দিয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন নিয়মমতো হবে। কাউকে বাদ দিয়ে নির্বাচন করার ইচ্ছা নেই।অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ।

সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, যারা পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ায়, অপপ্রচার করে তাদের উপযুক্ত জবাব দিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু।

গত এক বছরে পদ্মা সেতু থেকে ৭শ’৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকার টোল আদায় হয়েছে। প্রতিদিন পদ্মা সেতু থেকে টোল আদায় দুই কোটি ২৮ লাখ টাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button