হজের আনুষ্ঠানিকতা শুরু

সৌদি আরবের মক্কায় ফজরের নামাজের পর কাবা শরীফে ‘তাওয়াফ’ করার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে হজের কার্যক্রম। ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে কাবা ঘরের চারপাশে হাঁটছেন মসুল্লীরা। সবাই পরে আছেন সাদা কাপড়।
প্রথমদিনে কাবা ঘরের কাছে লাখো মুসল্লি প্রার্থনা করেন। ইসলামের পবিত্রতম স্থানটিতে এবারের হজে এ ১৬০টি দেশ থেকে ১৬ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি তথ্য জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যা সাম্প্রতিক বছরগুলোর উপস্থিতির রেকর্ড ভাঙতে পারে।
সৌদি হজ কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা অতিমারির পর হজে সবচেয়ে বড় জমায়েত হয়েছে এবার। এ বছর বিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনে মক্কায় সমবেত হয়েছেন। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সার্বক্ষণিক তদারকির জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। আইনশৃঙ্খলার পাশাপাশি হাজীদের সুস্থতার দিক বিবেচনায় প্রস্তুত রাখা হয়েছে ১৭০টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র। যেখানে ১৪ হাজার কর্মী এবং ৮ হাজার স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক সেবা প্রদান করবে।