fbpx
প্রধানমন্ত্রীসরকার

দুই দিনের সফরে শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে আগামীকাল শনিবার (১ জুলাই) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টায় কোটালীপাড়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।কোটালীপাড়ায় পৌঁছানোর পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী,স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কোটালীপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন শেখ হাসিনা।

এরপর বিকেল ৪টায় কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ,ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে অবস্থান ও রাত্রিযাপন করবেন।

রোববার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী,স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী,পরে বিকেলে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button