রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার সকালে ফার্মগেট মোড়ে এ ঘটনা ঘটে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান। তিনি বলেন, নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে কাজে যোগ দিতে তেজগাঁও রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাচ্ছিলেন মনিরুজ্জামান তালুকদার। এ সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। তার লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অপূর্ব হাসান আরও বলেন, এ ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলমান রয়েছে।