রাজনীতিআওয়ামী লীগ
আন্দোলনের নামে বিশৃঙ্খলা করাই বিএনপির মূল উদ্দেশ্য: তথ্যমন্ত্রী

আন্দোলনের নামে বিশৃঙ্খলা করাই বিএনপির মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ।
আজ রোববার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গেলো এক বছরেও বিএনপি বিশৃঙ্খলা করেছে। তারা নির্বাচন ভন্ডুলের চেষ্টা করেছে। যা মার্কিন ভিসানীতির পরিপন্থী বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
জামাতের সাথে আওয়ামী লীগের কোন যোগাযোগ নেই, যোগাযোগ করার প্রয়োজনও নেই বলেও জানান তিনি।