fbpx
বাংলাদেশআইন-বিচার

রোববার থেকে নিয়মিত বিচারকার্যে ফিরছে সুপ্রিমকোর্ট

ঈদুল আজহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টে অবকাশ শেষে আগামীকাল রোববার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে কাল ৯ জুলাই থেকে বিচারকার্য পরিচালনার জন্য ৫৪ টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত এসব বেঞ্চের বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২৪টি একক বেঞ্চ রয়েছে।

গত ২২ জুন থেকে শুরু হয়ে আজ ৮ জুলাই পর্যন্ত ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টে অবকাশ মিলিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। সূত্র- বাসস।

সংশ্লিষ্ট খবর

Back to top button