fbpx
বাংলাদেশ

নির্বাচন নিয়ে অবাস্তব দাবিতে কোনো সংলাপ হবে না: আইনমন্ত্রী

নির্বাচন নিয়ে অবাস্তব কোনো দাবিতে বিএনপির সঙ্গে সংলাপ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে,বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আরপিও সংশোধনের বিষয়ে আনিসুল হক বলেন, আরপিও সংশোধন কোরে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি বরং এর মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে।

বিএনপি নেতাদের মামলা নিষ্পত্তি করতে সরকার নির্দেশ দিয়েছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে আনিসুল হক বলেন, দুই মাসের মধ্যে বিএনপি নেতাদের মামলা নিষ্পত্তি করতে হবে এমন কোনো চিঠি বা মৌখিক নির্দেশ দেয়া হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button