fbpx
বাংলাদেশ

সব বন্ধু রাষ্ট্রই অবাধ-সুষ্ঠু নির্বাচনের কথা বলছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বন্ধু রাষ্ট্রের নানান ধরনের মত থাকতে পারে। তবে কে এসে কী বলে গেল, সেটা বড় বিষয় নয়। তাদের মধ্যে কোনো ভিন্ন মত নেই। সবাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথাই বলছেন।’

দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, ‘আমরা মনে করি না, আমাদের নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা আছে। এখানে ভিন্ন কিছু ভাবার অবকাশ নেই। যথা সময়ে যথা নিয়মে আইন-কানুন মেনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষা ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে, তা সামগ্রিকভাবে দৃশ্যমান হবে। শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে শিখছে, দক্ষতায় বিরাট এক পরিবর্তন এসেছে, তা এখনই দৃশ্যমান।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে ইশতেহার ছিল, আমরা শিক্ষার মানোন্নয়ন করব। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। কোনো কিছুই একদিনে হয় না, তাই একটু সময় লাগছে। খুব সহসাই শিক্ষার মানোন্নয়ন দৃশ্যমান হবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button