fbpx
রাজনীতিআওয়ামী লীগ

বিএনপি নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে উসকানি দিচ্ছে: ওবায়দুল কাদের

দেশে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে নির্বাচন- বৃটিশ হাইকমিশনারকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এসময় তিনি আরও বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী গ্রেফতারের তথ্য সঠিক নয়। নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে বিএনপি উসকানি দিচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত হতে পারে তার ইঙ্গিত বিএনপি সহিংসতার মাধ্যমে প্রমাণ দিয়েছে।

বৃহস্পতিবার বনানী সেতু ভবনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক’এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে, সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি অদ্ভুত ও উদ্ভট বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসতে পারে এমন ব্যবস্থা ছাড়া নির্বাচনে আসতে চায় না। তাদের হেরে যাওয়ার ভয় আছে। জনগণ যাকে ভোট দেবে, সেই ক্ষমতায় যাবে।

নির্বাচন কমিশনের স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে। আর সরকার রুটিন দায়িত্ব পালন করবে। তারা কোনো মেজর পলিসি ডিসিশন নিতে পারবে না, সেটা বাস্তবায়ন করতে পারবে না। আর্থিক, রেগুলেটরি, অনেক বিষয়ে কমিশন স্বাধীন হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button