
বিএনপির পদযাত্রা কর্মসূচিতে জনতার ঢল দেখে সরকার ভয় পেয়েছে, বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে, অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীনদের পদত্যাগে বাধ্য কার হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা অনুষ্ঠানে, তারা এসব কথা বলেন।
বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রাখেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে জনতার ঢল দেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে গেছে। এজন্য এখন পুরোনো কায়দায় বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।
এদিকে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। ঐক্যবদ্ধ আন্দোলনে আরও বেশি মানুষ মাঠে নামবে।
বাংলা টিভি / বুলবুল